Wellcome to National Portal
Main Comtent Skiped

Title
Development Fair 2018
Details

উন্নয়নের রোল মডেল, শেখ হাসিনার বাংলাদেশ এই প্রতিপাদ্যকে সামনে রেখে  ১১ হতে ১৩ জানুয়ারি ২০১৮ সময়কালে কুলিয়ারচর উপজেলায় উন্নয়ন মেলার আয়োজন করা হয়। বিভিন্ন দপ্তরের ন্যায় উপজেলা মৎস্য দপ্তরও উক্ত উন্নয়ন মেলায় অংশ গ্রহণ করে। মৎস্য দপ্তরের স্টলে প্রক্রিয়াজাত/হিমায়িত রপ্তানিযোগ্য মৎস্য পণ্য (মাছ ও চিংড়ি); স্থানীয়ভাবে উৎপন্ন মিঠাপানির মাছের শুটকি, হাওরের তাজা মাছ (চিতল, গলদা চিংড়ি, কাতলা); কিটবক্স, মাইক্রোস্কোপসহ অন্যান্য ল্যাবরেটরি সরঞ্জাম; বিভিন্ন একুয়ামেডিসিনাল পণ্য, মৎস্য খাদ্য, সার ইত্যাদি প্রদর্শন করা হয়। এছাড়া আগত দর্শনার্থীদের মাঝে ফিশ এডভাইস সিস্টেম মোবাইল এপস, মৎস্যচাষ প্রযুক্তি বিষয়ক বিভিন্ন লিফলেট বিতরণ করা হয়। চূড়ান্ত মূল্যায়নে উপজেলা মৎস্য দপ্তরের স্টলটি ২য় স্থান অর্জন করে (১ম- উপজেলা কৃষি দপ্তর, ৩য়- উপজেলা স্বাস্থ্য দপ্তর।

Images
Attachments
Publish Date
14/01/2018
Archieve Date
31/12/2018